Equity

ব্রণ বা আঁচিলের চিকিৎসা সহজ করেছে লেজার

 


লেজার চিকিৎসা শুধু সৌন্দর্যবর্ধনের কাজেই ব্যবহৃত হয় না। ব্রণ থেকে সৃষ্ট গর্ত, ত্বকের বাড়তি অংশ অপসারণ কিংবা আঁচিলের চিকিৎসায়ও লেজার পদ্ধতি বেশ কার্যকর। ত্বকের অবাঞ্ছিত দাগছোপ কিংবা লোমের সমস্যায় লেজার চিকিৎসা জনপ্রিয়।

চর্মরোগবিশেষজ্ঞ ইসরাত খান জানান, বিভিন্ন ধরনের লেজার প্রযুক্তির প্রয়োগ আলাদা। কার্বন ডাই–অক্সাইড লেজার এমন এক বিশেষায়িত প্রযুক্তি, যা ত্বকের নির্দিষ্ট ধরনের বাড়তি কোষ দূর করতে সাহায্য করে। আবার ত্বকের কোথায় কোনো ফাঁকা অংশ তৈরি হলে সেটি ভরাট করতেও কাজে লাগানো যায় এই প্রযুক্তি।

ব্রণ থেকে সৃষ্ট গর্ত

ব্রণ থেকে কারও কারও ত্বকে গর্তের মতো ক্ষত সৃষ্টি হয়। ব্রণ সেরে গেলেও কিন্তু রয়ে যেতে পারে এমন গর্ত। এমন ক্ষত ভরাট করার জন্য কার্যকর চিকিৎসাপদ্ধতি হলো কার্বন ডাই–অক্সাইড লেজার প্রযুক্তি। এই প্রযুক্তি প্রয়োগ করে ত্বকের ভেতর দিক থেকে নতুন কোষের সৃষ্টি ত্বরান্বিত করা যায়। আর নতুন এসব কোষ ত্বকের ফাঁকা অংশ বরাবরই হয়ে থাকে। ফলে গর্তের জায়গাটা ভরাট হয়ে ওঠে।


Post a Comment

Previous Post Next Post